বেচারা শুক্লবাবু! চাকরি না পেয়ে পেয়ে আপনার দেখছি মাথাটাই খারাপ হয়ে গেছে। মানে, মন মেজাজ আমাদেরও খারাপ, কিন্তু এতটা paranoia কিন্তু ভাল না! আপনি শিগগিরই ডাক্তার দেখান মাথার।
প্রিয়াঙ্কা কে বলি, আনন্দবাজারে দক্ষিণ ২৪ পরগণার জেলার খবরে খবরটা ছাপা হয়েছিল, আর অভিষেকবাবু যেমনটা বললেন, প্রতিদিন পেপারেও দিয়েছিল বলে শুনেছি। কবেকার পেপারে জানিনা।
ওঃ! আর এখন দেখছি দক্ষিণ ২৪ পরগণার ওয়েবসাইটটা ডাউন আছে! কেউ কি জানেন কি ব্যাপার?