ওয়েবসাইট থেকে হঠাৎ উধাও বিজ্ঞপ্তি
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার
ওয়েবসাইটে মাত্র কিছু ক্ষণের জন্য ফল প্রকাশ করা হয়েছিল। তারপরেই তা উধাও হয়ে গিয়েছে ওই সাইট থেকে। এমনই অভিযোগ করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে। শুক্রবার বালিগঞ্জে সংসদের দফতরে গিয়ে এ ব্যাপারে বিক্ষোভও দেখান পরীক্ষার্থীরা। শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল সরকারি ওই ওয়েব সাইটে প্রকাশ করা হয় ৩ সেপ্টেম্বর দুপুরে। ওই বিজ্ঞপ্তিতে কোন পরীক্ষার্থীর কবে ইন্টারভিউ হবে তা বলা ছিল। এমনকী সুযোগ ছিল, কল-লেটার ডাউনলোড করার। কয়েক জন ছাত্রছাত্রী তা করতে পারলেও বাকিরা পারেননি। সংসদ চেয়ারম্যান জীবন মৈত্র অবশ্য বলেন, “যান্ত্রিক গোলযোগ চলছিল বলে পরীক্ষার্থীরা কল লেটার ডাউনলোড করতে পারেননি। তাই জেলা প্রশাসনের নির্দেশে তা তুলে নেওয়া হয়েছে। সব পরীক্ষার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে। বিজ্ঞপ্তিও শীঘ্রই প্রকাশিত হবে।” সংসদ সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা মামলার কারণে পিছোয়।