ProbArisesOut of participation in InServiceTeacherTraining
-
AuthorPosts
-
December 25, 2011 at 9:30 am #67041unknownParticipant
To,
The District Project Officer,
Sarva Siksha Mission(S 24Pgs)
New Administrative Building,8th Floor
Kolkata
Sub: Problem arise due to participation of FCED course,3rd batch,2011
Sir,
I , Partha Kayal, Assistant Teacher – Mahirampur High School, P.O. – Mahirampur, Falta Block, 24Pgs (South), West Bengal working here since August, 2002. Just I have completed practical examination (13th and 14th December, 2011) of the “Foundation Course in Education of Children with Disabilities” (henceforth FCED )w.r.t Memo no-SSM/S24Pgs/IED/669 dated: 12-09-11 of D.P.O., Sarva Siksha Mission; a program developed for teachers to impart basic understanding and competencies for dealing children with disabilities. As till now many children and adults with disabilities, are remaining out of the education system, the children with disabilities represent a special vulnerable section in Indian society. I have same experience in the community around my school.
I informed you earlier through letter dated 28-11-11 and 7-12-11 in connection of attending this course. The School authority concerned, deducted salary for 21 days in the month of November although they were well aware of the fact that I have attended this course not on my own. The School authority has also refused all letters regarding On Duty Certificate and Joining Report dated 5-12-11. So I fear, I will again lose wages in this month. In the month of December, as consequence of salary deduction I failed to submit EMI of my home loans and had to borrow money from school co-operative. I hope in this era of inflation you can imagine how salary cut effects a family.
‘Education is a human right. Education is essential for human emancipation and social development. It contributes to better health, higher productivity, greater income, human freedom, capability and esteemed living, increased participation in community life. Education is the single best development investment and a powerful instrument to develop an economically prosperous society.’ These are the buzz words of Human Development Report of South 24 Pgs (http://www.wbplan.gov.in/HumanDev/DHDR/ … r%2005.pdf). So the fact is that I had primarily joined the course due to compliance of policy decisions, guidelines or instructions (policy of universalisation of elementary education and no rejection policy) aimed at mitigating hardships and ensuring welfare, development of children.
Here the irony is- the basic right of getting wages in return of work is violated here because I have attained the course and was punished for the same. I also lost my dignity which is equally humiliating. And in this complex situation Falta West CLRC could not recommend any name of teacher for the upcoming FCED program.
I have received a letter memo no: SSM/S.24Pgs/1053, dated 8-12-11 (enclosed herewith). I want to express my sincere thanks to all the authorities concerned in the above mentioned letter. I am looking forward for your necessary action in this matter and also know that I will not be denied justice.
Thanking you in anticipation.
Date &
Place- Mahirampur ,22-12-11 Partha Kayal
Assistant Teacher
Mahirampur High School
Copy forwarded to:
1. Hon’ble Prime Minister,Dr Manmohan Singh,Chairman,Planning commission
2.Hon’ble Minister For Human Resource Development,Shri Kapil Sibal.
3.Hon’ble Minister in charge, Education,West Bengal
4.The Secretary , School Education Department ,West Bengal(in continuation of the letter dt 12.12.11-attached herewith)
5.National Human rights Commission
6. The National Commission for Protection of Child Rights (NCPCR)
7.The Disability Commissioner(West Bengal)
8.The State Project Director, PBSSM
9. The District Magistrate(S 24 Pgs)
10. The District Inspector of School(SE-S24Pgs)
11 The District Inspector of School(Academic)
12.The Chairman, DPSC & District Academic Cell
13.TheAdditional District Inspector(S 24 Pgs,Diamond Harbour sub division)
14.The Sub inspector of Schools(Falta west)
15.The Circle Project Coordinator (Falta west CLRC)
16.The Chairperson, Manovikas Kendra
17.The Secretary, Mahirampur High School
18.The Head Master, Mahirampur High School
19.Mr.Kishore Singh, Special Rapporteur on the right to education,UN
20.Acting Chairperson, JUSTICE SHRI NARAYAN CHANDRA SIL,West Bengal Human Rights Commission
21.Rehabilitation Council of India
22.Asian Centre for Human Rights
23.United Nations Human Rights CommissionJanuary 3, 2012 at 2:44 pm #71094unknownParticipantShame Shame
Sad news. This kind of attitude is not at all expected from education department. Central Govt. is seriously concerned about ‘Children with Disabilities’ and accordingly took initiatives for the Foundation Course; a noble initiative I admit. State Govt., acting as an implementing agency also have the same feelings. But here we can see that the Head Master is not at all bothered with the training of special child. Its a shame on him.
Head Master can not deduct salary without Show Cause Notice. If the explanation is not satisfactory then only he can deduct salary. Leave without Pay is considered as a break in Service. Have the Head Master entered it into your Service Book?
Please let us know your present situation. I am very sorry to hear about the incident. You attended a training course for the interest of education (not personal) and in return you lose your salary which affected your family life. And yes I can imagine how salary cut effects a lower middle class family.January 8, 2012 at 3:41 pm #71129unknownParticipantRe: ProbArisesOut of participation in InServiceTeacherTraini
Sir,
I think School authority should reconsider about the matter. We should must be abide by all Departmental order. The teacher went there by the order of higher authority for the interest of our I. E. D. Children.April 15, 2012 at 4:50 pm #72045unknownParticipantRe: ProbArisesOut of participation in InServiceTeacherTraini
প্রতি,
মাননীয়া মুখ্যমন্ত্রী,
শ্রীমতী মমতা ব্যানার্জী
বিষয়-FCED 3rd Batch,2011এ যোগদান জনিত সমস্যার প্রতিকার চেয়ে আবেদন
মাননীয়া মহাশয়া,
আমার নাম পার্থ কয়াল।আমি মহিরামপুর স্কুলে 2002সালের আগষ্ট মাস থেকে কর্মরত। সর্বশিক্ষা মিশনের আদেশে (মেমো নং-SSM/S 24Pgs/IED/669, Date-12-09-11)পর্যায়ক্রমে 1লা নভেম্বর থেকে18 ই নভেম্বর’2011,28শে নভেম্বর থেকে 3রা ডিসেম্বর’2011 এবং 13ই ডিসেম্বর থেকে14 ডিসেম্বর,2011 পর্যন্ত্য(মোট 26 দিন) বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদান কিভাবে সম্ভব সে বিষয়ে ট্রেনিং নিয়েছি। এই ট্রেনিং এর আদেশনামাতে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস(সেকেন্ডারি এডুকেশন,দঃ ২৪ পরগণা) অনুমতি দিয়েছেন।
আমি আপনাকে জানাতে চাই যে,এই কোর্সে যোগদানের জন্য ওই 26 দিনের মাইনে সম্পূর্ণ বেআইনীভাবে টাকা কাটা হয়েছে। আমি বিগত 5ই জানুয়ারী 2011 তারিখে মাননীয়া সি ডি লামা(SPD,PBSSM) এর কাছ থেকে একটি চিঠির(Memo No:231/IED/PBSSM/08) প্রতিলিপি (ওই দিন গুলি On Duty হবে এবং এই ট্রেনিংটা ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের একটি কার্যক্রমের অন্তর্গত তা জানিয়ে) পেয়েছি। এই চিঠির প্রতিলিপি সহ কেটে নেওয়া মাইনে ফেরৎ দেওয়া এবং ওই 26 দিন যাতে On Duty গণ্য করা হয় সে বিষয়ে আবেদন জানিয়ে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে একটি চিঠি দিই যা প্রত্যাখ্যাত হয়।গত 17ই জানুয়ারী2012 তারিখে ডি আই অফিস থেকে আমাদের স্কুল পরিদর্শনে মাননীয়া ডি আই(অ্যাকাডেমিক), মাননীয়া এ ডি পি ও আসেন এবং তারাও মৌখিক ভাবে জানান যে ওই দিন গুলি On Duty হবে। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে ওই 26 দিনের মাইনে ফেরৎ দেবার আবেদন মৌখিক ভাবে করেছিলেন,কিন্তু লিখিত কোন সিদ্ধান্ত হয় নি। যার পরিপ্রেক্ষিতে আবার On Duty চেয়ে চিঠি দিই এবং প্রত্যাখ্যাত হয়।
এই সমস্ত ঘটনা এবং পরিস্থিতি জানিয়ে মাননীয়া ডিস্ট্রিক্ট ইনস্পেক্টরকে 28.11.11,5.12.11,7.12.11, 22.12.11, 5.1.12,20.1.12,13.2.12- মোট সাতবার চিঠি দিয়েছি এবং সংশ্লিষ্ট দফতর গুলিকে চিঠি দিয়ে জানিয়েছি। একই সাথে মাননীয় প্রধান শিক্ষককে 15.11.11,5.12.11,8.12.11,15.12.11,23.12.11, 21.1.12,23.2.12-তারিখে পাঠানো রেজিস্টার্ড চিঠি প্রত্যাখ্যাত হয়েছে। এরপরে 25.2.12 তে পারস্পরিক আলোচনার (শিক্ষক প্রতিনিধিদের সাথে) ভিত্তিতে On Duty চেয়ে আবেদন করি(যা পোষ্ট অফিসের মাধ্যমে পাঠানো নয়) তা গ্রহন করেন এবং তাতে মূল চিঠির সাথে সামঞ্জস্যহীন ভাবে,পূর্ববর্তী আলোচনা বহির্ভূতভাবে ‘এই ঘটনার জন্য আমি আমি দুঃখিত’- একথাটি লিখতে বাধ্য করেন। এর পরবর্তী কালে 16.03.12 তারিখে On Duty সার্টিফিকেট গ্রহন করেন। এত সব ঘটনা ঘটার পর গত 22.03.12তারিখে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আমাকে ডেকে শিক্ষক প্রতিনিধিদের সামনে কেটে নেওয়া মাইনে ফেরৎ দিতে চান যদিও ওই দিন গুলিকে On Duty গণ্য করেননি।
এদিকে 2011-12 আর্থিক বর্ষ শেষ । মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সম্পূর্ণ বেআইনী ভাবে ওই কদিনের মাইনে এখনও দেননি,ফেরৎ দেওয়ার আবেদন করা সত্ত্বেও। এই পরিস্থিতিতে আবারও On Duty ইস্যু করতে এবং মাইনে ফেরৎ দেওয়ার আবেদন করছি। আপনার কাছে সুবিচার চাইছি।
আশা করি আপনি বুঝতে পারবেন,এই পরিস্থিতি একজন চাকুরিজীবি ব্যক্তির পক্ষে কতখানি অসম্মানকর। বিগত পাঁচমাস ধরে এই পরিস্থিতি চলছে। এই পরিমাণ মানসিক নিপীড়ন করলে একজন শিক্ষকের শিক্ষকতা করার যে মন/মানসিকতা তা নষ্ট হয়। এই পরিস্থিতিতে চাকরিসংক্রান্ত নিরাপত্তা প্রদান করে মানসিক নিপীড়নের হাত থেকে বাঁচাবেন আশা রাখছি।
ধন্যবাদান্তে
স্থান ও তারিখ
পার্থ কয়াল
মহিরামপুর,9.4.12 সহশিক্ষক,মহিরামপুর উচচ বিদ্যালয়
এই চিঠির প্রতিলিপি যাদের উদ্দেশ্যে দেওয়া হল-
1.মাননীয় শিক্ষামন্ত্রী 2.মাননীয় ডিরেক্টর,ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন 3.মাননীয় সেক্রেটারি,ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন 4. মাননীয়া স্টেট প্রোজেক্ট অফিসার(সর্বশিক্ষা) 5.মাননীয় ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর(সেকেন্ডারি এডুকেশন,দঃ২৪ পরগনা) 6.মাননীয় ডিস্ট্রিক্ট প্রোজেক্ট অফিসার(সর্বশিক্ষা,দঃ২৪ পরগনা) 7.মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রট (দঃ২৪ পরগনা) 8.মাননীয়া অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর(ডায়মন্ড হারবার সাব ডিভিশন) 9.মাননীয় সার্কেল ইনস্পেক্টর(ফলতা,দঃ২৪ পরগনা) 10.মাননীয় সার্কেল প্রোজেক্ট কোঅরডিনেটর(ফলতা,দঃ ২৪ পরগনা) 11.মাননীয় প্রধান শিক্ষক(মহিরামপুর উচচ বিদ্যালয়) -
AuthorPosts
- You must be logged in to reply to this topic.